কোটা সংস্কার আন্দোলন ১৬ জুলাই, ২০২৪
কাপুরুষ,
নির্বাক,
ভীতু,
আহ! এই লজ্জা, লজ্জা, লজ্জা!
অতি সামাণ্যের জন্যে রক্ত ঝড়েছে!
জন্ম দিয়েছে অসামাণ্য চিত্রের!
সেই চিত্রের বাহিরে দাঁড়িয়ে ছিলাম আমি।
লজ্জায় অবনত আমার মাথা,
ভেতরের এই পীড়া জানেন অন্তর্যামী ।
আমার লজ্জা ধুয়ে যাক,
স্লোগানে, স্লোগানে ।
আমার হৃদপিন্ড জর্জরিত হোক,
সদা সত্য শব্দের তানে ।
কাপুরুষতার কলঙ্ক মুছে যাক
আমার সরব স্লোগানে,
বৈষম্য হোক নির্বাক !
কাঁধ থেকে ভয়ের ভার দিব ফেলে ।
মাথা উঁচিয়ে,
বুক চিতিয়ে,
স্লোগান দিবো ।
লোকে বলবে, ছেলেটা মৃত্যু নিয়ে খেলে!
১৭/০৭/২০২৪
Comments