Posts

Showing posts with the label ফিল্ম রিভিউ

আই এম ডি বি টপ টেন

সিনেমখোরদের জন্যে আই এম ডি বি বেশ পরিচিত একটা নাম । একটা সিনেমা জনসাধারণের মাঝে কেমন সাড়া পাচ্ছে সেটা চট করে রেটিং দেখে বুঝে নেয়া যায় । রেটিং সিনেমার ভালো মন্দের মানদন্ড নয় কারণ সব সিনেমা নম্বর এর বক্সে বন্দি করা যায় না । তবু এলগরিদমের দোহাই দিয়ে নম্বর যুক্ত করতেই  হচ্ছে । তবে বেশ কয়েক দশক ধরে যে সকল সিনেমা নানান ভাষাভাষি মানুষদের মন মাতিয়ে আসছে সেই সেরা দশ নিয়ে আজকের আয়োজন ।  ১। শশাংক রিডেম্পশান খ্যাতনামা সাহিত্যিক স্টিফেন কিং এর জনপ্রিয় উপন্যাস এর উপর নির্মিত এই সিনেমা সিনেমাপ্রেমিদের মন জয় করেছে এর সর্বজনীন থিম দিয়ে । নিরাশার মাঝেও কি করে আশাকে টিকিয়ে রাখা যায় । এন্ডি ডুফ্রের সেই বিখ্যাত উক্তি “হোপ ইজ এ গুড থিং, মেইবি দ্যা বেস্ট থিং এভার” মানুষকে অনুপ্রেরণা দিয়েছে বারে । ভুল মামলায় জড়িয়ে যাওয়া এই ব্যাংকার কয়েদখানায় কি করে ২৮ বছর ধরে তার আশা জিইয়ে রেখেছিলেন জানতে দেখে ফেলুন কালজয়ী এই সিনেমাটি । যুক্ত হয়ে যান ইতোমধ্যে দেখে ফেলা ৩০ লক্ষ মানুষের কাতারে!  ২। দ্য গডফাদার  ৪০ এর দশকে আমেরিকায় ইতালিয়ান মাফিয়া করলিওন ফ্যামিলির আধিপত্য বিস্তার নিয়ে নির্মিত আরেকটি জনপ্রিয় সি...

এনিমেশন রিভিউ

  যারা এনিমে দেখেন তাদের কাছে স্টুডিউ জিবলি একটি পরিচিত নাম । মনোরম দৃশ্য, মিউজিক আর ভিন্নধাচের গল্প দিয়ে সিনেমাখোরদের মন জয় করেছে এই জাপানিজ স্টুডিও । কর্ণধার হায়াও মিয়াজাকির খলনায়ক ছাড়াই গল্প বলার স্টাইল, ইসাও তাকাহাতার মানুষের করুণ গল্পটা ফুটিয়ে তোলার দক্ষতা মানুষকে অবাক করেছে । এমনি কিছু ছবি আজকে সাজেস্ট করবো ।  ১। মাই নেইবর তোতোরোঃ  যে মনোরম দৃশ্যের কথা উল্লেখ করেছি তোতোরোতে পাবেন তাই । ৮০র দশকের এনিমেশন স্টাইল আপনার মন কাড়তে বাধ্য । অসুস্থ মায়ের হসপিটালটার কাছের গ্রামে দুই বোন বাবার সাথে এসেছে । পুরোনো ঘরের ভেঙ্গে পড়বে এমন অবস্থা । তবে বিশাল জঙ্গলের পাশের এই বাড়ি দুজনেরই ভালো লেগে যায় । ভালো লেগে যায় অদ্ভুত দেখতে একটা জন্তুকে । যাদের শুধু দেখা যায় শিশুদের চোখেই ।  যদি আপনি ফ্যান্টাসি জনরা পছন্দ করেন আর পরিবারের সাথে দেখতে চান তবে  ১ ঘন্টা ২৬ মিনিট ২৫ সেকেন্ডের এই সিনেমা আপনাকে নিরাশ করবে না ।  ২। ক্যাসেল ইন দ্যা স্কাই মিয়াজাকির আরেকটি ফ্যান্টাসি জনরার ছবি । পাজু নামের অনাথ ছেলের সাথে বহূদূরের শিতার সাথে হঠাত দেখা । শিতার পেছনে লেগেছে দুটো দল । তারা চা...