আই এম ডি বি টপ টেন
সিনেমখোরদের জন্যে আই এম ডি বি বেশ পরিচিত একটা নাম । একটা সিনেমা জনসাধারণের মাঝে কেমন সাড়া পাচ্ছে সেটা চট করে রেটিং দেখে বুঝে নেয়া যায় । রেটিং সিনেমার ভালো মন্দের মানদন্ড নয় কারণ সব সিনেমা নম্বর এর বক্সে বন্দি করা যায় না । তবু এলগরিদমের দোহাই দিয়ে নম্বর যুক্ত করতেই হচ্ছে । তবে বেশ কয়েক দশক ধরে যে সকল সিনেমা নানান ভাষাভাষি মানুষদের মন মাতিয়ে আসছে সেই সেরা দশ নিয়ে আজকের আয়োজন । ১। শশাংক রিডেম্পশান খ্যাতনামা সাহিত্যিক স্টিফেন কিং এর জনপ্রিয় উপন্যাস এর উপর নির্মিত এই সিনেমা সিনেমাপ্রেমিদের মন জয় করেছে এর সর্বজনীন থিম দিয়ে । নিরাশার মাঝেও কি করে আশাকে টিকিয়ে রাখা যায় । এন্ডি ডুফ্রের সেই বিখ্যাত উক্তি “হোপ ইজ এ গুড থিং, মেইবি দ্যা বেস্ট থিং এভার” মানুষকে অনুপ্রেরণা দিয়েছে বারে । ভুল মামলায় জড়িয়ে যাওয়া এই ব্যাংকার কয়েদখানায় কি করে ২৮ বছর ধরে তার আশা জিইয়ে রেখেছিলেন জানতে দেখে ফেলুন কালজয়ী এই সিনেমাটি । যুক্ত হয়ে যান ইতোমধ্যে দেখে ফেলা ৩০ লক্ষ মানুষের কাতারে! ২। দ্য গডফাদার ৪০ এর দশকে আমেরিকায় ইতালিয়ান মাফিয়া করলিওন ফ্যামিলির আধিপত্য বিস্তার নিয়ে নির্মিত আরেকটি জনপ্রিয় সি...