২৪/১০/২৪

Sharif and Ahmad আহমেদ এর বয়স সাত কিংবা আট হবে । গায়ের রঙ ময়লা । গায়ে হাফ হাতা নীল গেঞ্জি আর রঙ উঠে যাওয়া জিন্সের প্যান্ট । গোড়ালি পর্যন্ত প্যান্টের নিচের কোণা ছেড়া । স্বভাবে-কথায় চপলতা । শরিফ কে জিজ্ঞেস করছিল ঢাকায় কিভাবে যেতে হয় । কোন গাড়ী আছে কিনা । শরিফও সাদামাটা ভাবে বলে দিচ্ছে কিভাবে কোন পথ দিয়ে যাবে । ছেলেটা গভীর মনোযোগ দিয়ে শুনছিলো, নিরবে মনে মনে টুকে নিচ্ছিলো প্রত্যেকটা শব্দ । বারবার জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিচ্ছিলো ঠিক শুনেছে কিনা । আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনে যাচ্ছি আর ভাবছি এইটূকু ছেলে সাহস করে ঘর থেকে পালাতে পারে আর আমি এখনো আমার অবসেশন থেকে পালাতে পারছি না? * রাতেই খবরে বলে দিয়েছিলো সকালের দিকে ঘুর্ণিঝড় 'ডানা' বাংলাদেশের সুন্দরবন আর ভারতের পূর্বাঞ্চলের দিকে আঘাত হানবে । আকাশ তারই প্রভাবে মেঘলা । সকাল ৯ঃ১০ এ যখন বের হলাম তখন আকাশের দিকে তাকিয়ে খেয়াল হলো, মনে এলো ছাতা নিতে ভুলে গেছি। পেছনে ফেরার প্রশ্নই আসে না । ৩য় সেমিস্পটার পরিক্ষার দিন । এডভেন্সড রাইটিং ২১১ । কতটুক লিখতে পারবো সে বিষয়ে পরম সংশয় । কান্দিরপাড় থেকে শরিফসহ অটো তে উঠতে উঠতে ১৫ ব...