Posts

Showing posts from October, 2024

২৪/১০/২৪

Image
  Sharif and Ahmad আহমেদ এর বয়স সাত কিংবা আট হবে । গায়ের রঙ ময়লা । গায়ে হাফ হাতা নীল গেঞ্জি আর রঙ উঠে যাওয়া জিন্সের প্যান্ট । গোড়ালি পর্যন্ত প্যান্টের নিচের কোণা ছেড়া । স্বভাবে-কথায় চপলতা । শরিফ কে জিজ্ঞেস করছিল ঢাকায় কিভাবে যেতে হয় ।  কোন গাড়ী আছে কিনা । শরিফও সাদামাটা ভাবে বলে দিচ্ছে কিভাবে  কোন পথ দিয়ে যাবে । ছেলেটা গভীর মনোযোগ দিয়ে শুনছিলো, নিরবে মনে মনে টুকে নিচ্ছিলো প্রত্যেকটা শব্দ । বারবার জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিচ্ছিলো ঠিক শুনেছে কিনা । আমি পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনে যাচ্ছি আর ভাবছি এইটূকু ছেলে সাহস করে ঘর থেকে পালাতে পারে আর আমি এখনো আমার অবসেশন থেকে পালাতে পারছি না? * রাতেই খবরে বলে দিয়েছিলো সকালের দিকে ঘুর্ণিঝড় 'ডানা' বাংলাদেশের সুন্দরবন আর ভারতের পূর্বাঞ্চলের দিকে আঘাত হানবে । আকাশ তারই প্রভাবে মেঘলা ।  সকাল ৯ঃ১০ এ যখন বের হলাম তখন আকাশের দিকে তাকিয়ে খেয়াল হলো, মনে এলো ছাতা নিতে ভুলে গেছি। পেছনে ফেরার প্রশ্নই আসে না ।  ৩য় সেমিস্পটার পরিক্ষার দিন । এডভেন্সড রাইটিং ২১১ । কতটুক লিখতে পারবো সে বিষয়ে পরম সংশয় । কান্দিরপাড় থেকে শরিফসহ অটো তে উঠতে উঠতে ১৫ ব...

হ্যাপিম্যান

Image
  “Let me forget what life is and learn again” ফখরুদ্দিন মুহাম্মদ আশ শামস ওয়ালিউল্লাহ একজন সুখি মানুষ । তার রাত নামের মতোই দীর্ঘ । আলোর দূষণ না থাকলে হয়তো সে রাতটা তারা গুণে কাটাতো। বাধ্য হয়ে তাই এখন মশারির ভেতর মশা গুনছে। ৫টা গোনার পর মনে প্রশ্ন জাগলো । মশা কি পাঁচটা নাকি একই মশা পাঁচ বার করে কানের কাছে তাওয়াফ করছে? চিন্তার বিষয় । সুখি মানুষের সফরসঙ্গি। সঙ্গিহীন ফখরুদ্দিন ঠোট কামড়ালো। চোখগুলো কুচকে এলো। কেঁদে ফেলবে কেঁদে ফেলবে ভাব। কিন্তু কাঁদে না। এসব ফখরুদ্দিনের চিন্তার ফসল। একটা মশা পি পি করে এসে তার কানের কাছে এলো। আরও কিছুক্ষণ পি পি করে কানের লতির পিছনে গিয়ে বসলো। ফখরুদ্দিন হাতটা অতি কৌশলে নিরব ঘাতকের মতো করে শা করে লতি বরাবর টার্গেট করলো । ডান কানটায় রিংং– করে উঠলো। ধ্যাত! টার্গেটটা মিস হয়ে গেল । বেহাত হওয়া মশা পি পি করে চলে গেলো। ফখরুদ্দিন ব্যাথায় এখন কান ঘষছে । মোতজার্টের লেক্রিমোসা বেজে উঠলো। কেউ কল করেছে । মোতজার্টের ধ্বনি যেহেতু জ্যামিতিক হারে বাড়ে তাই কলটা কানে যেতে সময় লাগলো। কলার আইডি ছিলো না, তাই কল ধরে জিজ্ঞেস করতে হলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এটা কি ফখরুদ্দিন ...