কিন্টসুগি

দেশের সংস্কার আন্দোলন এ হতাহতের সং্খ্য নিহত: ১৫০০+ আহত: ৬০০০+ আটক: ১০ হাজার+, ২ লক্ষের অধিক ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের ( লিংক ) এই সং্খ্যা প্রতিনিয়ত বাড়ছে... (প্রথম খসড়া) ৩০ এবং ৩১/০৭/২০২৪ জাপানে একটা রেওয়াজ আছে । তাঁরা ভেঙ্গে যাওয়া মাটির কিংবা সিরামিকের তৈরি আসবাবপত্র ফেলে দেয় না । খুব যত্ন করে এক এক টুকরা করে সোনালি রং এর বিশেষ আঠা দিয়ে জোড়া লাগায়। জোড়া দেয়ার পর সেই বস্তুর শরীর এ আকাবাকা সোনালী রেখা বেমানান লাগে না । ফ্রাংক্যানস্টাইনের দানবের মতো দেখতে কুৎসিত লাগে না । এই ভাঙ্গা কে গড়ে নেওয়া শিল্পের তাঁরা নাম দিয়েছে কিন্টসুগি। * পুলিশ কনস্টেবল হারুন এর মাথায় একটাই শব্দ বার বার ঘুরপাক খাচ্ছে । গ্যাঞ্জাম । গ্যাঞ্জাম । গ্যাঞ্জাম । কখন কার মুখ থেকে তাঁর কানে এসেছে তিনি বলতে পারেন না । কিন্তু শব্দটা তাঁর সামনে থাকা ছেলে মেয়েদের মুখের স্লোগান এর মতো বার বার পুনরাবৃত্তি হচ্ছে । তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ চেয়ে থাকলেন উপরের দিকে । মাথার হেলমেটটা খুলে দীর্ঘ নিশ্বাস নিলেন । এখন সকাল এগারোটা । জুলাইয়ের সূর্যের তীক্ষ্ণরশ্মি গায়ে এসে পড়ে । গরমে শরীর সীদ্ধ হয়ে যা...